বরমবাবা মেলার প্রস্তুতির খোঁজ নিলেন এসপি মাহাতো

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : রবিবার থেকে শুরু হচ্ছে শিলকুড়ি বরমবাবা মন্দিরের ৮২তম মেলা। শুক্রবার কাছাড় জেলা পুলিশ সুপার নুমুল মাহাতো পৌঁছে খোঁজখবর নিয়ে মন্দিরে পুজোও দিলেন। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, কাছাড়ের পুলিশ সুপার নোমল মহত্তা, পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং, সদর থানার ওসি, ট্রাফিক ইন্চার্জ, ঘুংঘুর আউট পোস্ট ইনচার্জ মেলা পরিসর নিরীক্ষণ করে বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেন। কমিটির সঙ্গে বৈঠকৈ পুলিশ সুপার মেলার বিষয়বস্তুর উপর আলোচনা করেন।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম সোনাই বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ দাস, ভরাখাই জিপি সভাপতি সূর্যপ্রসাদ গোঁড়, শিলকুড়ি জিপি সভানেত্রী মহোনমালা দাস, ঘুংঘুর জিপি সভাপতি তপন ধর, বারিন্দ্র দাস, বরমবাবা মন্দির পরিচালনা সমিতির সভাপতি ধ্রুবনাথ।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News