গাঁজা সহ সাত মহিলা সহ ছয় শিশুকে আটক

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : গাঁজা কারবারিরা পাচার অব্যাহত রাখতে নতুন ফরমুলা ব্যবহার করছে। বহিঃরাজ্যের মহিলা ও শিশুদের গাঁজা পাচারে ব্যবহার করতে শুরু করেছে। এমন এক কাণ্ড সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে ধরা পড়ল।  গাঁজা সমেত বিহার রাজ্যের সাত মহিলা সহ ছয় শিশুকে আটক করল পুলিশ। গাঁজার ছোট ছোট প্যাকেট মহিলা ও শিশুদের শরীরে বেঁধে ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচার করছিল পাচারকারীরা।

এদিন সকালে আগরতলা থেকে ট্রেনে চেপে সাতজন মহিলা এবং ছয়টি শিশু ধর্মনগর রেল স্টেশনে আসে। তারপর সেখান থেকে তারা সড়ক পথে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ধর্মনগর আইএসবিটিতে গিয়ে উপস্থিত হলে বিপত্তি দেখা দেয়। তখন স্থানীয় লোকজন তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তারা ধর্মনগর থানায় খবর দেয়। খবর পেয়ে ধর্মনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক মহিলা ও শিশুদের থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের শরীরের তল্লাশি চালিয়ে ছোট ছোট প্যাকেটে মোট বারো কেজি গাঁজা উদ্ধার করে। এতে আটক করা হয় দুলিয়া দেবী (২৫), গুঞ্জন দেবী (২৫) পার্বতী দেবী (৩০), আশা কুমারী (২৫), মনুপাতি দেবী (৩৫), রিঙ্কু দেবী(২৫), পিনাকী দেবী (২৫) সহ তাদের সঙ্গে থাকা সাত শিশুকে।জানা গেছে, ধৃতদের  সকলের বাড়ি বিহার রাজ্যে।

গাঁজা সহ সাত মহিলা সহ ছয় শিশুকে আটক

এদিকে, পুলিশ জানিয়েছে গোপন সূত্রে পাওয়া  খবরের ভিত্তিতেই এদিন এক অভিযান চালিয়ে গাঁজা সহ মহিলা ও শিশুদের আটক করেছে। পরে  পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Author

Spread the News