আই লিগে খেলার জন্য বিদেশি কোচ আনছে শিলচর ফুটবল অ্যাকাডেমি

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : অনূর্ধ্ব ১৩ আই লিগে খেলার উদ্দেশ্যকে সামনে রেখে বিদেশি কোচ আনছে শিলচর ফুটবল অ্যাকাডেমি। এজন্য নিজেদের খুঁদে ফুটবলারদের বিশেষ পাঠ দিতে এই ব্যবস্থা করছেন অ্যাকাডেমির কর্মকর্তারা। শুক্রবার অ্যাকাডেমিতে সাংবাদিক সম্মেলন‌ করে এসবের জানান দেন বর্ষীয়ান সহ সভাপতি বাবুল হোড়, সিইও সুবিমল ধর ও সচিব শ্যামল দাস।

বাবুল হোড়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সম্মেলনে সিইও সুবিমল ধর জানান, জাতীয় স্তরের নাইজেরিয়ান কোচ ফিনিয়ান ওলানজেরাউ এবিডিমাইকে আনছেন তাঁরা। ফিনিয়ান পশ্চিমবঙ্গে বসবাস করেন। তাঁকে দিয়ে পক্ষকাল ধরে কোচিং করানো হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোচিং। চলবে ১৩ মার্চ পর্যন্ত। কোচিংয়ে তাদের অ্যাকাডেমির খুঁদে ফুটবলার ছাড়াও ইটখলা স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের সুযোগ দেয়া হবে। পাশাপাশি স্থানীয় কোচদেরও এই সময়ে উপস্থিত থাকার কথা বলবেন। যাতে করে তাদের কোচিং উন্নত করতে পারেন।

আই লিগে খেলার জন্য বিদেশি কোচ আনছে শিলচর ফুটবল অ্যাকাডেমি

এছাড়া ফুটবল অ্যাকাডেমি খেলোয়াড়দের মজবুত এক সাপ্লাই চেইন গড়ে তুলতে বেশকিছু ফুটবল পকেটে গিয়ে ফুটবলার বাছাই করার পরিকল্পনা নিয়েছেন বলে জানালেন সিইও ধর। সুবিমলবাবু জানান, বৃষ্টির মরশুম শুরু হওয়ার আগে বালিয়া, চিরুপুঞ্জী ইত্যাদি এলাকায় গিয়ে ফুটবলার বাছাই করবেন এবং সঠিক সময়ে জেলায় এনে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করানো হবে। উল্লেখ্য, ফিনিয়ান বিয়ে করে পশ্চিমবঙ্গে ঘর করে নিয়েছেন সেখানে। অনূর্ধ্ব ১০ ও ১৩ দলকে কোচিং করান তিনি।

Author

Spread the News