আরজি কর কাণ্ড : এবিভিপির প্রতিবাদ অব্যাহত, পাথারকান্দিতে মোমবাতি মিছিল

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং পরে নৃশংসভাবে খুন করার ঘটনার প্রতিবাদ আজও অব্যাহত রয়েছে সীমান্ত জেলা। রবিবার হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাথারকান্দি শাখার কর্মকর্তারা এক মোমবাতি মিছিল বের করা হয়। মিছিলটি পাথারকান্দি টাউন কালীবাড়ি থেকে শুরু হয়ে সমস্ত শহর পরিক্রমন করে। এতে প্রত্যেকের হাতে প্লেকার্ডে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে উত্তাল হয় শহরের রাজপথ। পরে এনিয়ে কথা বলতে গিয়ে শাখার কর্মকর্তারা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

মিছিলে উপস্থিত  বিদ্যার্থী পরিষদের কার্যকরী সমিতির সদস্যা অনুশ্রী দাস বলেন, যতক্ষণ পর্যন্ত খুনিরা সাজা পাবে না ততক্ষন এই কাণ্ডে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, আজকের দিনে মহিলারা বাইরে কোনভাবে নিরাপদ নয়। প্রায় প্রতিদিনই এধরনের ঘটনা ঘটছে। এতে সরকারের কাছে এই মহিলা  চিকিৎসকের ধর্ষক ও খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা এসএফডি প্রমুখ সায়ন দেব, পাথারকান্দি শাখার শাখা সহ-সম্পাদক সৌরভ দাস সহ আরও বিভিন্ন সদস্য-সদস্যারা।

আরজি কর কাণ্ড : এবিভিপির প্রতিবাদ অব্যাহত, পাথারকান্দিতে মোমবাতি মিছিল
আরজি কর কাণ্ড : এবিভিপির প্রতিবাদ অব্যাহত, পাথারকান্দিতে মোমবাতি মিছিল

Author

Spread the News