ভুবনতীর্থে হৃদরোগে আক্রান্ত, মৃত্যু পুণ্যার্থীর
দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : ভুবনতীর্থে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক পুণ্যার্থী। শুক্রবার বিকেলে ওই পুণ্যার্থী মন্দিরে উঠার পর হৃদরোগে আক্রান্ত হন। তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে অ্যাম্বুলেন্স দিয়ে পাহাড়ের চূড়া থেকে নিয়ে আসা হয় কচুদরম মডেল হাসপাতালে। কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত পুণ্যার্থীর নাম সমরেন্দ্র সিনহা। শিলচর পুরান ভকতপুর এলাকার বাসিন্দা।