পুজোর ব্যানার : বাঙালি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের নিন্দা

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : দুর্গাপূজায় ডিব্রুগড়ে বাঙালি সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডালে থাকা বাংলাভাষার ব্যানার অসমের উগ্র সংগঠন বীর লাচিত সেনার কিছু সংখ্যক কর্মীরা ছিঁড়ে দেয়। পাশাপাশি এমন ঘটনা ঘটেছে অন্যান্য স্থানেও। এরপর সমগ্র ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকায় বসবাসকারী বাঙালিদের মনের মধ্যে বিরুপ ভাবনার সৃষ্টি হয়। এই বিষয়টিকে নিয়ে সারা আসাম বাঙালি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা ও কার্যকারী সদস্য ডাঃ প্রবাল পাল চৌধুরী সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে এ ঘটনাট তীব্র ভাষায় নিন্দা জানান।

তাঁরা বলেন, বরাকে বসবাসকারী সব জাতি ও ভাষা-ভাষীরা বসবাস করেন, কিন্তু এই ডিব্রুগড়ের বীর লাচিত সেনা সংগঠনের মতো কোনো সংগঠন অপ্রীতিকর ঘটনা করেনি। ভাষা জানার ও বলার সভার অধিকার আছে, বর্তমানের বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সব সময়ই বাঙালি এবং অসমিয়া সহ আরও বিভিন্ন ভাষাভাষীদের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর দুই বার দুর্গাপূজায় বরাকে উপস্থিত হয়েছেন কেবলমাত্র বাঙালিদের সঙ্গে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করার জন্য। বীর লাচিত সেনা সংগঠনের নেতারা মস্তিষ্ক বিকারগ্রস্ত নেতা বলে মন্তব্য করেন ও বরাক উপত্যকা সহ সমগ্র অসমের বাঙালিদের কাছে  শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ রাখেন।

Author

Spread the News