রাজভবনের উদ্দেশ্যে এসইউসিআইর মিছিল রুখে দিল পুলিশ

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : রাজভবনের উদ্দেশ্যে যাওয়া এসইউসিআই (সি) মিছিল রুখে দিল পুলিশ। সোমবার দলের অসম রাজ্য কমিটি আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং রাজ্যজুড়ে চলা অন্যায় অমানবিক উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করতে মিছিল করে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল পুলিশ। আটকে দিল মিছিল। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর সেখানে দলীয় নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। বিভিন্ন স্লোগানে কাঁপিয়ে তুলেন। বিক্ষোভস্থলে পুলিশ আধিকারিক মারফত রাজ্যপালের উদ্দেশে স্মারকপত্র প্রদান করা হয়৷

রাজভবনের উদ্দেশ্যে এসইউসিআইর মিছিল রুখে দিল পুলিশ

এ দিন, এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির আহ্বানে রাজ্যের ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং অন্যায়-অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে গুয়াহাটির লক্ষীরাম বরুয়া সদনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আজহার হুসেনের পৌরহিত্য বিক্ষোভ সমাবেশে বিভিন্ন জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন৷

রাজভবনের উদ্দেশ্যে এসইউসিআইর মিছিল রুখে দিল পুলিশ

সমাবেশের মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস৷ তিনি রাজ্য সরকারের চরম জনবিরোধী নীতির সমালোচনা করে বলেন, দেশের পুঁজিপতিদের স্বার্থে প্রতিটি সামগ্রীর  মূল্যবৃদ্ধি করে চলেছে, সরকার নীরব দর্শক৷ পুঁজিপতিদের ঋণ মুকুব করে জনসাধারণের ঘাড়ে সেই ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন৷ সরকারের এই জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷

সিদ্ধান্ত মতে সমাবেশ শেষে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রদান করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন দলের কর্মকর্তারা।

Author

Spread the News