শনিবার উল্লাসকর বিদ্যাভবনে বিনামূল্যে রোগী দেখবেন নিউরো সার্জন ডাঃ সম্বুদ্ধ
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : আগামীকাল, শনিবার ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ মেহেরপুর শিলচরের উল্লাসকর বিদ্যা ভবনে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে বিখ্যাত নিউরো সারজন ডাঃ সম্বুদ্ধ ধর (সহকারী অধ্যাপক এবং প্রধান নিউরো সার্জারি বিভাগ, শিলচর মেডিক্যাল কলেজ) এবং তাঁর দল রোগীদের পরীক্ষা করবে এবং প্রয়োজনে বিনামূল্যে ওষুধও দেবেন। সংশ্লিষ্ট রোগীদের বুকিংয়ের জন্য 95312-37609, 60053-27405, 83990-43936, 60005-84460, 94350-18570 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বৃহত্তর মেহেরপুর এলাকার রোগীদের জন্য বুকিং করতে হবে (7002239805)। শুধুমাত্র নিউরো সমস্যা সম্পর্কিত রোগীদের, যাদের নিউরো সংক্রান্ত সমস্যা আছে, তাদের নাম বুক করার জন্য অনুরোধ করা হচ্ছে। সমস্ত রোগীদের বিকেল ৩ টা বা তার আগে অনুষ্ঠানস্থলে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিকাল ৪টা থেকে শুরু হবে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। আয়োজকরা নিউরো-সংক্রান্ত রোগীদের সর্বোত্তম উপায়ে সুযোগটি কাজে লাগাতে এবং এই ক্যাম্প সফল করার জন্য আবেদন করেছেন।