পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলে ইনক্লুসিভ স্পোর্টস প্রোগ্রাম

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : অসম সরকারের সমগ্র শিক্ষা অভিযান তথা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলে অনুষ্ঠিত হল স্কুল লেভেল ইনক্লুসিভ স্পোর্টস প্রোগ্রাম-স্পেশাল অলিম্পিক ভারত প্রোগ্রাম। বুধবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ১০ জন ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যালয়ের স্বাভাবিক পড়ুয়ারা দৌড় এবং ম্যাজিক্যাল চেয়ার খেলায় অংশগ্রহণ করে।

এদিন সকালে ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেন। পরে অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উৎসাহিত করে উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাথারকান্দি শিক্ষা খণ্ডের আরপি আইই সুজিত কর্মী তথা ফখরুল ইসলাম। তারা বলেন, বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের শিক্ষার অগ্রগতির জন্য সরকার নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অভিভাবকরা সজাগ হওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া বক্তব্য রাখেন ইচাবিল ক্লাস্টারের সিআরসিসি শিক্ষক সুরোজ কুমার কানু, পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীরাধাচরণ রবিদাস, শিক্ষক রতন লাল কানু ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রমেশ কুমার কানু। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক গোপাল রবিদাস। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী সভার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলে ইনক্লুসিভ স্পোর্টস প্রোগ্রাম
পিএমশ্রী ইচাবিল এইচএস স্কুলে ইনক্লুসিভ স্পোর্টস প্রোগ্রাম

Author

Spread the News