পিজি গ্রুপস প্রেজেন্টস প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশন ফুটবল শুরু হচ্ছে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হচ্ছে পিজি গ্রুপস প্রেজেন্টস প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশন লিগ কাম নক আউট প্রাইজমানি ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে এযাবৎ এটা হচ্ছে শিলচর ডিএসএ-র বিগ বাজেটের প্রতিযোগিতা। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে সাংবাদিকদের ডেকে এসব বিষয়ে জানান দেন সংগঠনের সাধারণ সচিব অতনু ভট্টাচার্য। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে দয়া হবে ট্রফি সমেত ৫০ হাজার টাকা। রানার্স আপ দল পাবে ট্রফি সহ ৩০ হাজার টাকা। তৃতীয় স্থানাধিকারীকেও ট্রফি সহ দেয়া হবে ১৫ হাজার অর্থ পুরস্কার। একইভাবে স্থানাধিকারীর জন্য রয়েছে ১০ হাজার টাকার নগদ পুরস্কার। তাছাড়া ব্যাক্তিগত পুরস্কারের সবকটিতে ট্রফি সমেত নগদ পুরস্কারের ছড়াছড়ি। এরমধ্যে টুর্নামেন্টে সেরা গোল রক্ষক পাবে নগদ আড়াই হাজার টাকা, একি হারে পুরস্কৃত হবে সেরা ডিফেন্ডার, সেরা লিঙ্ক ম্যান, টপ স্কোরার ও সেরা ফরোয়ার্ড। টুর্নামেন্ট সেরাকে দেয়া হবে নগদ ৫ হাজার টাকা। তাছাড়া প্রতিদিন ম্যাচ সেরাকে সুদৃশ্য ট্রফি সহ ১ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। প্রতিটা ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের এই পুরস্কার জেলা ক্রীড়া সংস্থার হয়ে দুজনে মিলে পুরস্কার তুলে দেবেন।

১ সেপ্টেম্বর থেকে শিলচর ডিএসএ-র বিগ বাজেটের টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ৫০, রানার্স ৩০, তৃতীয় ১৫ ও চতুর্থ স্থানাধিকারী পাবে ১০ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার

তাছাড়া প্রতিটা ম্যাচের বিজয়ী দলকে দেয়া হবে ২ হাজার টাকা। এক্ষেত্রে পরাজিত দল পাবে নগদ ১ হাজার টাকা। আর খেলা ড্র হলে উভয় দলকে প্রদান করা হবে দেড় হাজার টাকা করে। প্রতিটি ম্যাচে ম্যাচ কমিশনার নিয়োগ করা হবে। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।  সচিব ভট্টাচার্য এও আশ্বস্ত করে বলেন, সুপার ডিভিশন ফুটবলের মর্যাদা রক্ষায় সব ধরনের ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। জেলায় এই প্রতিযোগিতাকে জনপ্রিয় করে তুলতে তথা মাঠে দর্শক সমাগম বাড়াতে শহরের জনবহুল স্থানে কাট আউট, মাইকিং করার কথাও জানান তিনি।

পিজি গ্রুপস প্রেজেন্টস প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশন ফুটবল শুরু হচ্ছে

সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সাংবাদিক সম্মেলনে খেলার নিয়মাবলি উপস্থাপন করেন সংগঠনের ফুটবল শাখা সচিব বিকাশ দাস। তিনি বলেন, ফিফা ও এআইএফ এবং -এর আইন অনুযায়ী খেলা পরিচালনা করা হবে। খেলায় রাজ্যের বাইরে থেকে ৩ জন, যেকোনো জেলা থেকে ৪ জন ফুটবলার খেলতে পারবেন। তবে ম্যাচে নুন্যতম ৪ জন ফুটবলার শিলচর সাবডিভিশন এলাকার হতে হবে। লিগে প্রতিটা দল খেলতে হবে। কোন দল অনুপস্থিত হলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। ম্যাচে সরাসরি  লাল কার্ড দেখা খেলোয়াড়দের ২০০ টাকা জরিমানা ভরতে হবে।

পিজি গ্রুপস প্রেজেন্টস প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশন ফুটবল শুরু হচ্ছে

সম্মেলনে উপস্থিত টুর্নামেন্ট স্পনসর প্রণয় বণিক তাঁর বক্তব্যে বলেন, ক্লাবগুলোকে সহায়তা করার উদ্দেশ্যে নগদ অর্থ রাশি পুরস্কারের পরিমান বাড়ানো হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে ব্যক্তিগত পুরস্কারের মাত্রাও বাড়ানো হয়েছে। ম্যাচ চলাকালীন মাঠে যদি দর্শক সমাগম ঘটে তবে তাঁর উদ্দেশ্য সার্থক হবে বলেও মনে করেন প্রয়াত প্রফুল্ল চন্দ্র বণিকের সুযোগ্য পুত্র তথা টুর্নামেন্ট স্পনসরার প্রণয় বণিক। রেফারি শাখা সচিব সমর রায় বলেন, ডিএসএ-র নির্ভরযোগ্য রেফারির সংখ্যা একেবারেই সীমিত। এরমধ্যে আব্দুল মজিদ চৌধুরী জাতীয় পর্যায়ের একটি প্যানেলে ম্যাচ পরিচালনা করতে যাবেন রাজ্যের বাইরে। এছাড়া শামিম আহমেদ অসুস্থ। রইলেন বাকী নির্মল ভট্টাচার্য ও নির্মল সিং। সহায়তার জন্য সংখ্যায় আরো দুই একজন থাকলেও এই রেফারি দিয়ে টুর্নামেন্ট পরিচালনা সম্ভব নয়। তারজন্য বাইরে থেকে রেফারি আনার ভাবনা রয়েছে। সম্মেলনে  ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরীও।

উল্লেখ্য, সুপার ডিভিশন ফুটবল আগামী ২৫ আগস্ট শুরু করার কথা থাকলেও ডিএসএ- র সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠের বর্তমান দুরবস্থার দরুন তার পিছিয়ে ১ সেপ্টেম্বর করা হয়েছে। প্রতিযোগী দল ম্যানেজারদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আগেই এক বৈঠকে বসে ফুটবল শাখা । এই বৈঠকেই প্রতিযোগিতা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সভাপতি শিবব্রত দত্ত।

Author

Spread the News