বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার : শুক্রবার হিন্দু সমন্বয়ের প্রতিবাদী মিছিল বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : বাংলাদেশ এবং বরাকে হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী  শুক্রবার সকাল ১১ টায় বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি “হিন্দু সমন্বয় মঞ্চ” এর আহবানে শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচটি প্রতিবাদী মিছিল বের হয়ে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে মিলিত হয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হবে। বুধবার শিলচরের জেল রোডের উল্লাসকর দত্ত লেনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মঞ্চের আহ্বায়কবৃন্দ অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, মণিভূষণ চৌধুরী, নারায়ন চৌধুরী, অবিনাশ জগজ্যোতি, সমীরণ রায়, সুকান্ত রায়, মণীন্দ্রকুমার দাস, অঞ্জন চৌধুরী, আশিস চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। তাদের অভিমত, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে, তা দেখে বসে থাকা যায় না।

এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহবান করছেন, এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ে যেন মুখ খুলেন, অন্যায়ের প্রতিবাদ করেন।  এই প্রতিবাদী কার্যসূচিতে প্রায় হাজারেরও অধিক পুরুষ ও মহিলারা যোগদান করবেন বলে তাঁরা জানান।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার : শুক্রবার হিন্দু সমন্বয়ের প্রতিবাদী মিছিল বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার : শুক্রবার হিন্দু সমন্বয়ের প্রতিবাদী মিছিল বিক্ষোভ

Author

Spread the News