হরিদ্বারের গঙ্গায় ভেসে গেল একের পর এক গাড়ি

৩০ জুন : বর্ষা আসতেই বিপত্তি উত্তরাখণ্ডে। টানা দুই দিনের বৃষ্টিতে গঙ্গায় জলস্তর বৃদ্ধি। তার জেরেই শনিবার হরিদ্বারের গঙ্গায় ভেসে গেল একের পর এক গাড়ি। ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে যাওয়া গাড়ির ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে উত্তরাখণ্ডে। একটানা ভারী বৃষ্টিতে ফুঁসছে গঙ্গা। হরিদ্বারের গঙ্গার ধারের বহু বাড়ি জলমগ্ন। এই এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে প্রশাসন।

শনিবার মৌসম ভবন জানিয়েছে, ৪ জুলাই পর্যন্ত উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও রয়েছে। ধসের আশঙ্কা থাকে এলাকাবাসীদের সতর্ক করেছে প্রশাসন।

Author

Spread the News