একই দিনে গুয়াহাটিতে দু’টি লাশ উদ্ধার, একটি বস্তাবন্দি

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : গুয়াহাটি মহানগরে একই দিনে দু’টি মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। শনিবার গুয়াহাটি চানমারিতে একটি লাশ পাওয়া যায়। হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলা হয়। মৃতদেহটি তৃতীয় লিঙ্গের মহিলার বলে জানা গেছে।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হোস্টেলের কাছে একটি নর্দমায় মৃতদেহ পাওয়া যায়। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। কেউ কেউ সন্দেহ করছেন এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এ দিকে, এ দিন সকালে মহানগরের উজান বাজার এলাকায় একটি অটোরিকশা থেকে ২৬ বছর বয়সী এক যুবকের লাশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম রূপম দাস, তিনি গুয়াহাটির খারঘুলি এলাকার কাছে বেলতালের বাসিন্দা, এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তার পরিবার জানায়, মাদকাসক্ত রূপমকে কিছুদিন ধরে একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সম্প্রতি দুর্গাপূজার সময় ঘরে আনা হয়েছিল।

শুক্রবার বিকেল ৪টার দিকে ঘর থেকে বের হয়ে রাতে আর ফেরেননি রূপম। তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ, তবে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

Author

Spread the News