আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পাথারকান্দিতে বড়দিন পালন

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পাথারকান্দিতে বড়দিন পালন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় আনন্দ উল্লাসের সঙ্গে প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ
বড়দিন পালিত হল বৃহত্তর পাথারকান্দি কেন্দ্রের অসম- মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেষা এলাকায়। সীমান্তের খ্রিস্ট ধর্মাবলম্বীর এলাকার বিভিন্ন গির্জা সহ খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের বাড়িতে।২৫ ডিসেম্বর বুধবার বড়দিন উপলক্ষে সকাল থেকে প্রতিটি গির্জায় ফাদারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমবেত বিশেষ প্রার্থনা সহ বাইবেল পাঠ। তারপর শুরু হয় দিনব্যাপী আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান, পিঠা পুলি খাওয়া। এছাড়াও এদিন অনেকে কাল্পনিক সান্থাক্লজ সেজে শিশুদের মধ্যে ফল ও চকলেট বিতরণ করেন।এদিন সকাল থেকে গির্জায় গির্জায় প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বী জনগণ।

এতে ২৫ ডিসেম্বর যীশু খ্রিষ্টর জন্মদিন বড়দিন উপলক্ষে  গত কয়দিন ধরে এলাকার প্রতিটি ছোট বড় গির্জাঘরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়। রকমারি আলোর রোশনাই সহ টুনি সেটের বাহারি ছোঁয়াতে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে পাথারকান্দির সবক’টি উপাসনা কেন্দ্রকে। ক্রিসমাস উপলক্ষে একদিকে যেমন গির্জা সেজে উঠেছে, অন্যদিকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বাড়ি ঘর সাজিয়ে তোলার পাশাপাশি বাড়িতে বাড়িতে পিঠেপুলি সহ রকমারি খাবারের আয়োজন করা হয়। পাথারকান্দির প্রতিটি খ্রিস্টান মহল্লায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে খুশির এই উৎসবকে কেন্দ্র

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পাথারকান্দিতে বড়দিন পালন

পাথারকান্দির অসম-মিজোরাম- ত্রিপুরা সীমান্তের মানিকবন্দ, মাকুন্দা, বাদশাটিলা, ছবড়ি, ছাগলমোয়া, দশডেওয়া,ছয়ডেওয়া, কড়িখাই, মাগুরা, পিপলাপুঞ্জি, বালিপিপলা, মাগুরছড়া, পাতিয়ালা, মানিকবন্দ-টাঙ্গিয়া, খুলিছড়া, মেদলি, যোগীছড়া, গির্জাঘর, বালিয়া, সোনাতুলা, পিনছড়া, তর্জছড়া প্রভৃতি এলাকায় আগের দিন থেকেই বাড়িতে বাড়িতে পিঠেপুলি সহ নবান্নের ব্যবস্থা করা হয়। এদিকে বড়দিন উপলক্ষে নিজ কেন্দ্রের প্রতিজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি এক বার্তায় ইংরেজি বছরের বিশেষ এই দিনটিতে ভগবান যীশুর বাণীকে অনুসরণ করে সকলকে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজের কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

জানা গেছে, বুধবার সারারাত আনন্দ উল্লাসের পাশাপাশি নিজ নিজ এলাকার গির্জায় বিশেষ প্রার্থনাসভা চলে। একে অন্যের সাতে শুভেচ্ছা বিনিময়ে পাশাপাশি নাচ গানের সাথে রকমারী পীঠে পুলি খাওয়া দাওয়া চলে। এক কথা বড়দিন উপলক্ষে পাথারকান্দি বিধানসভার খ্রিস্ট ধর্মলম্বী মানুষের বসতিপূর্ণ এলাকায় গুলোতে এক আনন্দোময় পরিবেশ দেখা গেছে।দিন থেকে সুরু করে সারারাত ব্যাপী  বড়দিন সেলিব্রেশনে চলে প্রতিটি গীর্জা সহ খ্রিস্টান মহল্লায়। জানা গেছে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত খ্রিস্টান বসতির পূর্ণ এলাকায় উৎসবের আনন্দ বজায় থাককে। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে অনন্দ উল্লাসে পরি সমাপ্তি ঘটবে। তাই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে জোর কদমে।

Author

Spread the News