২৯ ডিসেম্বর হিন্দু একতা সমাবেশ শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : সম্প্রতি দেশ বিদেশে হিন্দুদের উপর নানা ভাবে নির্যাতন ও ধর্মান্তিকরণের উদ্ধিগ্নকর পরিস্থিতির উপর পর্যালোচনায় এক বিরাট হিন্দু একতা সমাবেশের আয়োজন করছে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে বৌদ্ধিক আলোচনায় বক্তব্য রাখবেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ঝাড়খণ্ডের ক্ষেত্রের সংগঠক সুমন কুমার। তিনি ১৯৮৪ সনে খ্রিস্টান মিশনারী পাদ্রীর পদ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে।

তাছাড়াও থাকবেন শ্রীভূমি শহরের স্বয়ং সেবক শিবব্রত সাহা। ওই বৌদ্ধিক কার্যক্রম আয়োজিত হবে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় গান্ধী ভবনে। বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলন ডেকে সমাবেশের আহ্বায়করা বিস্তারিত তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক শুভ্রজিৎ কর, প্রদীপ দাস, অগ্নি শেখর দেব সহ অন্যান্য আহ্বায়করা।

২৯ ডিসেম্বর হিন্দু একতা সমাবেশ শিলচরে

Author

Spread the News