প্রতিষ্ঠা দিবস অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ থান্ডারবোল্টস-এর
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : এক অনন্য উদ্যোগের মাধ্যমে ১২তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচরের অগ্রণী সামাজিক সংস্থা থান্ডারবোল্টস। বড়দিনের প্রাক্কালে সংস্থার সদস্যরা রাঙ্গিরখাড়িতে একত্রিত হয়ে শিলচর শহর ও সংলগ্ন গ্রামাঞ্চলের অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
শীতের তীব্র ঠাণ্ডায় যারা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন, তাদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হয়ে ওঠে।
সংস্থার সভাপতি সুজিতকুমার দাসের নেতৃত্বে এই মহতী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন সৌরভ সিদ্ধার্থ দেব, শাকির আহমেদ মজুমদার, বাসুদেব গোস্বামী, সৌরভ দেবনাথ, মনন গোপ, জুবাইর ইসলাম চৌধুরী, দীপশিখা কর পুরকায়স্থ এবং রিয়া দেব। শিলচরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণের মাধ্যমে তাঁরা শীতে মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সভাপতি সুজিত কুমার দাস বলেন, ” শীতে একটি কম্বলও অনেক বড় সহায়তা হতে পারে। এটি আমাদের পক্ষ থেকে সমাজের প্রতি সামান্য অবদান।”

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত থান্ডারবোল্টস শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকর্মের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে আসছে।
