মনমোহনের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা, শোকস্তব্ধ বিশ্বও
২৭ ডিসেম্বর : এককালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ শোকস্তব্ধ।
কেন্দ্রের তরফে আজ শুক্রবার এই শোকের প্রেক্ষিতে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৭ দিনের রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা করেছে মোদি সরকার।
মনমোহন সিংয়ের প্রয়াণ ঘিরে আজ ২৭ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক হবে। শুক্রবার বেলা ১১ টা নাগাদ এই বৈঠকে কেন্দ্রের তরফে মনমোহন সিংয়ের প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন নিয়ে আলোচনা হবে বলে খবর। এদিন মনমোহন সিংয়ের প্রয়াণের পর দিল্লির এইমসের তরফে বলা হয়েছে, তাঁর বয়সজনিত সমস্যা ছিল। তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়াতেই তাঁকে হাসপতালে ভর্তি করা হয়। তারপরই এইমস জানিয়েছে তাঁর জীবনাবসানের দুঃসংবাদ। এইমসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,’ গভীর শোকের সাথে, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যু সংবাদ জানাচ্ছি, তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন তিনি বার্ধক্যজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং ২৬ ডিসেম্বর ২০২৪-এ বাড়িতে হঠাৎ চেতনা হারান। তাঁকে রাত ৮-০৬ মিনিটে নয়াদিল্লির AIIMS-এ মেডিক্যাল ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, তাঁকে পুনরুজ্জীবিত করা যায়নি এবং রাত ৯-৫১ টায় তাকে মৃত ঘোষণা করা হয়।’
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক মহলের বিশিষ্টরা। শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা।
এ দিকে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকে ডুবে রয়েছে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, মালদ্বীপের মতো একাধিক দেশের প্রাক্তন মন্ত্রীরা ইতিমধ্যেই শোকবার্তা পাঠিয়েছেন। আমেরিকার বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন জানান, ভারত-আমেরিকার বন্ধুত্ব গড় তোলার কারিগর হিসাবে মনমোহন সিং-কে মনে রাখবে ইতিহাস।