শোক : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : “১৯৯১ সাল থেকে ড. মনমোহন সিংহজির ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছি। একই বছরে, তিনি অসম থেকে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন, যে আসনে তিনি পরপর ২৮ বছর প্রতিনিধিত্ব করেছিলেন। ড. সিংজির নম্রতা ছিল একটি অলঙ্কার। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে এভাবেই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে প্রতিটি কথোপকথন সরলতা, শালীনতা এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার পরিচয় দেয়। বিশেষ করে ড. সিং প্রধানমন্ত্রী থাকাকালীন অসম সম্পর্কিত বিষয়গুলি নিয়ে তাঁর সঙ্গে আমার একাধিকবার মতবিনিময় করার সুযোগ হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি দেশভাগের পর থেকে ভারতকে দেখেছেন, তিনি বিভিন্ন বিশিষ্ট পদে দেশের সেবা করেছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর নম্রতা ও পেশাদারিত্ব তাঁকে আইকন করে তুলেছিল। ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া, তাঁর নীতিগুলি জনগণের কল্যাণে সুদূরপ্রসারী ছিল বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।