কালীপুজোর রাতে শিলচরে তিনটি অগ্নিকাণ্ড, আশ্রমরোডে ১১টি পরিবার ভস্মীভূত, আহত একাধিক

কালীপুজোর রাতে শিলচরে তিনটি অগ্নিকাণ্ড, আশ্রমরোডে ১১টি পরিবার ভস্মীভূত, আহত একাধিক

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : কালীপূজার সন্ধ্যারাতে শিলচর জানিগঞ্জ গোয়ালাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আশ্রমরোড সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের পার্শ্ববর্তী একটি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে মোট ১০টি ভাড়াটে পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের লেলিহান বাড়ির মালিক সহ ১০টি পরিবারের আসবাবপত্র থেকে শুরু করে সব সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। প্রতিজন ভাড়াটে অন্তত ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

এ দিন রাতে শিলচর শহরে পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কে বিরাজমান করছে।সন্ধ্যায় জানিগঞ্জের পর লিঙ্ক রোডে এবং মধ্যরাতে আশ্রম রোড সংলগ্ন ন্যাশনাল হাইওয়ের চিরুকান্দি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুমিত দাস নামে ক্ষতিগ্রস্ত পরিবারের এক যুবক জানান, একটি তারাবাতি থেকে এ ঘটনাটি ঘটেছে। তারাবাতিটি ছনের ঘরের উপর পড়লে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ হয়। এ ঘটনায় তার মাসি সহ তিনজন আহত হয়েছেন।

এ দিকে, রাস্তাজুড়ে মণ্ডপ তৈরি করায় জানিগঞ্জের ঘটনাস্থলে দমকল ইঞ্জিন পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে। কেন না তিনটি রাস্তার মুখে মণ্ডপ থাকায় মধুরবন্দ ঘুরে গোয়ালাপট্টিতে পৌঁছতে হয়েছে অগ্নিনির্বাপক বাহিনীকে।

কালীপুজোর রাতে শিলচরে তিনটি অগ্নিকাণ্ড, আশ্রমরোডে ১১টি পরিবার ভস্মীভূত, আহত একাধিক
কালীপুজোর রাতে শিলচরে তিনটি অগ্নিকাণ্ড, আশ্রমরোডে ১১টি পরিবার ভস্মীভূত, আহত একাধিক

Author

Spread the News