সর্দারের জন্মদিনে ‘এক দেশ এক ভোট’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর প্রতিশ্রুতি মোদির

সর্দারের জন্মদিনে ‘এক দেশ এক ভোট’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর প্রতিশ্রুতি মোদির

৩১ অক্টোবর : এবার কালীপুজো ও দীপাবলির দিনই সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মদিবস। বৃহস্পতিবার এই দিনটিতে দেশজুড়ে পালন করা হচ্ছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। এদিন সকালে গুজরাটের কেভাদিয়ায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে গিয়ে দেশের প্রথম উপপ্রধানমন্ত্রীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তৃতায় উঠে আসে ‘এক দেশ এক ভোট’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর প্রতিশ্রুতির পাশাপাশি নকশাল প্রসঙ্গও।

বক্তৃতায় মোদি জানান, কিছু শক্তি ভারতের অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে চায়। এরা দেশের একতা নষ্ট করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। জনসাধারণের উচিত এইসব লোকেদের চিহ্নিত করে ‘আরবান’ নকশালদের জোটের বিরুদ্ধে একজোট হওয়া। মোদির বার্তা, এখন গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকে। তাই দেশবাসীকে চেষ্টা করতে হবে নিজেদের ঐক্য সুরক্ষিত রাখতে।

এক দেশে একই আইন এবং একসঙ্গে ভোটের পক্ষেও এদিন সওয়াল করেন মোদি। বলেন, ‘ধর্মনিরপেক্ষতার শর্ত মেনে নাগরিক বিধির ক্ষেত্রে সমস্ত বৈষম্যের অবসান হওয়া উচিত। সামাজিক ঐক্যের স্বার্থে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রয়োজন।’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘আমাদের সরকার ‘এক দেশ এক নির্বাচন’ চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ লোকসভা নির্বাচনের সঙ্গে সমস্ত বিধানসভার ভোট হলে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে বলে মত প্রধানমন্ত্রীর।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

সর্দারের জন্মদিনে ‘এক দেশ এক ভোট’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর প্রতিশ্রুতি মোদির
সর্দারের জন্মদিনে ‘এক দেশ এক ভোট’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালুর প্রতিশ্রুতি মোদির

Author

Spread the News