ভারত বিকাশ পরিষদের উত্তর শিলচর শাখার কর্ম অভিযান শুরু

বরাক তরঙ্গ, ৭ জুলাই : জগন্নাথ সিং কলেজে পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করে ভারত বিকাশ পরিষদের উত্তর শিলচর শাখা। বীরেন্দ্র কুমার দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত ভাষণ দেন নিতু দেবনাথ, সম্পাদক, ভারত বিকাশ পরিষদ, উত্তর শিলচর শাখা। প্রচুর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পরিবেশ নিয়ে পাওয়ার পয়েন্ট পরিবেশন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট পরিবেশবিদ অরুণজ্যোতি নাথ ও শুভজিৎ রায়চৌধুরী।

ভারত বিকাশ পরিষদের উত্তর শিলচর শাখার কর্ম অভিযান শুরু

ভারত বিকাশ পরিষদের আদর্শ  ও লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন পরিষদের উওরপূর্ব ভারতের ‌সম্পাদক, সম্পর্ক বিশ্বজ্যোতি দে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোমনাথ দেব, সভাপতি, পরিচালন সমিতি,জগন্নাথ সিং কলেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ঐ কলেজের সহকারী অধ্যাপক ডঃ কৌশিক নাথ। সমস্ত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন দেবাশিস পুরকায়স্থ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস সমরেন্দ্র সিংহ, অধ্যক্ষ, জগন্নাথ সিং কলেজ, ক্ষৌনিশ চক্রবর্তী, প্রফেসর অনুপ দে, যুগ্ম সাধারণ সম্পাদক, ভারত বিকাশ পরিষদ,উত্তর পূর্বাঞ্চল ও শ্রী প্রদীপ বণিক, সম্পাদক, সেবা, ভারত বিকাশ পরিষদ, উত্তর পূর্বাঞ্চল। কলেজ প্রাঙ্গণে তারপর বিভিন্ন ধরনের ফল ও ঔষধির চারা রোপণ করা হয় এবং ছাত্রছাত্রীদের চারাগুলো পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

Author

Spread the News