ইন্ডিয়া জোটের অন্যতম মুখ নীতীশ ফের বিজেপির দিকে, জল্পনা তুঙ্গ
২৬ জানুয়ারি : লোকসভা ভোট নিয়ে বিরোধী দলগুলিকে এক ছাতার নীচে এনেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ (JDU) সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। তবে শেষ মুহূর্তে তিনিই নাকি হাত মেলাতে চলেছেন বিজেপির (BJP) সঙ্গে। এমনই জল্পনা ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে এক মঞ্চে দেখা যেতে পারে নীতীশ কুমারকে। আগামী ৪ ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রচার র্যালি রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানেই তাঁর সঙ্গে দেখা যেতে পারে নীতীশ কুমারকে। সেখান থেকেই হয়তো গেরুয়া শিবিরে যেতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগেই নীতীশের অবস্থান নিয়ে সরগরম রাজনীতি।
সূত্রের খবর, রবিবারই বিহারে শপথ নিতে পারে বিজেপি–জেডিইউ সরকার। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। প্রসঙ্গত, এর আগে নীতীশ চারবার এনডিএ–তে ঢুকেছেন এবং বেরিয়েছেন। ফের এবার ঢুকছেন। সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। ফের রবিবার নেবেন নতুন করে শপথ। সঙ্গে থাকতে পারেন বিজেপির তরফে দেওয়া দুই ডেপুটি। তার একজন হতে চলেছেন সুশীল মোদি।
এটা ঘটনা আচমকাই বেসুরো হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন। বিহারে আরজেডি এবং কংগ্রেস চেয়েছিল, নীতীশ কুমার ইন্ডিয়া জোটের আহ্বায়ক হন। কিন্তু ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে যখন এই প্রস্তাব করা হয়, নীতীশ তা প্রত্যাখ্যান করেছিলেন। এখন বিষয় হল ফের একবার এনডিএ জোটের শরিক হতে হলে বিহারের সরকার ভাঙতে হবে। কারণ বর্তমানে আরজেডি, জেডিইউ, কংগ্রেস–সহ একাধিক বিজেপি বিরোধী দল মিলে বিহারে সরকার গড়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রবিবারই বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি।