ব্রহ্মপুত্র নদ থেকে যুবক ও কিশোরীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : তিনদিন ধরে নিখোঁজ যুবক ও কিশোরীর মৃতদেহ গুয়াহাটির গাড়িগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে পাওয়া গেছে। মৃত কিশোরীর নাম জুহি দাস, অষ্টম শ্রেণির ছাত্রী৷ যুবক হীরকজ্যোতি দাস, স্কুল ভ্যানের চালক।
জানা যায়, জুহি মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, হীরকজ্যোতি জুহিকে অপহরণ করেছিল। হীরকজ্যোতি দাসের গাড়িতে করে স্কুলে যেতেন জুহি। শুক্রবার সকালে ওই এলাকার লোকরা নদের পারে দু’টি মৃতদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমান স্থানীয়রা। খবর দেন স্থানীয় পুলিশে।
সিসিটিভি ফুটেজে জুহিকে হীরক নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।