নেতাজি ছাত্র যুব সংস্থার বর্ষব্যাপী রজতজয়ন্তী বর্ষ উদযাপন কর্মসূচি শুরু
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : নেতাজি ছাত্র যুব সংস্থার বর্ষব্যাপী রজতজয়ন্তী বর্ষ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রবিবার শিলচর রাজীব ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য অতিথি এনআইটি শিলচরের ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে, এসিএস, ডাঃ রবি কান্নান, নেহরু যুব কেন্দ্র সংগঠনের উপ পরিচালক মেহবুব আলম লস্কর, সাংসদ সুস্মিতা দেব প্রমুখ। ছিলেন প্রাক্তন পুর সদস্য অভ্রজিত চক্রবর্তী, রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস।
এছাড়াও সঙ্গে ছিলেন নেতাজি ছাত্র যুব সংস্থার প্রাক্তন সভাপতি যথাক্রমে দেবাশীষ সোম, সঞ্জীব রায়, অশোক কুমার দেব, অধ্যাপক গুনাকর দাস, বর্তমান কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মহুয়া ভৌমিক, রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান আইনজীবী শেখর পাল চৌধুরী, সাধারণ সম্পাদক দিলু দাস, ভাইস চেয়ারম্যান বিভাস রায়, বিবেক চ্যাটার্জি সহ অন্যান্যরা।
সংগঠনের পক্ষে অতিথিদের উত্তরীয় ও সস্মারক দিয়ে সস্মান জানানো হয়। উদ্বোধনী নৃত্য গণেশ বন্দনা পরিবেশ করে মালবিকা ডান্স অ্যাকাডেমির শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানে নেতাজি ছাত্র যুব সংস্থার সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা দুটি সমবেত সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান আইনজীবী শেখর পাল চৌধুরী। তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র সভায় তুলে ধরেন। সংস্থার প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক দিলু দাস তাঁর বক্তব্যে নেতাজি ছাত্র যুব সংস্থার বিগত ২৪ বছরের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে লব্ধ উপলব্ধি বিস্তারিত ভাবে তুলে ধরার পাশাপাশি রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বছর ব্যাপী ২৫ টি কর্মসূচির বিস্তারিত বিবরণ ও সভায় ব্যক্ত করেন।
এদিন শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ২৫ জন শিক্ষককে সম্মাননা জানানো হয়। অতিথি ও সংগঠনের কর্মকর্তারা উত্তরীয় ও সম্মাননা পত্র প্রদান করে সম্মান জানান হাইলাকান্দির হারিচরণ মহামায়া গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিজয়া দত্ত চৌধুরী, উধারবন্দ ডায়েটের প্রিন্সিপাল ড. জিবেন্দু দত্ত, শ্রীকোণা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য, হারু রসিদ এল পি স্কুলের প্রধান শিক্ষিকা কোজর নেহার লস্কর, গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষকা মধুছন্দা দে, শিলচর পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যাম নারায়ণ আচার্য, বীর টিকেন্দ্রজিৎ এমই স্কুলের সহকারী শিক্ষক সন্দীপ ভট্টাচার্য, সর্বোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী চম্পা চৌধুরী, ৬৪৮ নং পানিভরা এল পি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নমিতা দেবী, গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নিবেদিতা চক্রবর্তী, খুরসাদ আলী সুখদেব নাথ হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম ভট্টাচার্য, তিনসুকিয়া বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রণবজ্যোতি ব্রহ্মচারী, ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ পাল, সুভাষ নগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী চক্রবর্তী, ৬৭৪ নং দাস কলোনি পাঠশালার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা রঞ্জিতা দে, মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিলা চৌধুরী, ৪১৯ নং আটালিকান্দি এলপি স্কুলের শিক্ষক আশুতোষ দাস, ৭৮৫ নং সিডি হোম বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পূরবী ভট্টাচার্য, চন্দ্রনাথপুর হাইস্কুলের বিজ্ঞান শিক্ষিকা বহ্নিশিখা ভট্টাচার্য, রাধাচরণ এমই স্কুলের সহকারী শিক্ষক নুর মহম্মদ বড়ভূইয়া, সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষক পিঙ্কু দে-কে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর স্বেচ্ছায় রক্ত দান শিবিরে সহযোগিতা করার জন্য লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার, ইয়াসি, হৃদয়, স্মাইল এনজিওকে সভায় সম্মান জানানো হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃশানু ভট্টাচার্য।