নগাঁও কারাগার থেকে পালালো বন্দী
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : নগাঁও কেন্দ্রীয় কারাগার থেকে বন্দী পালালো। মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জেল হাজতির পলায়ন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, কারাগারে বন্দী থাকা চোর দুলাল আলি পালিয়ে যেতে সক্ষম হয়। কারাগারের দেওয়াযাল টপকে পলায়ন করে দুলাল।
নগাঁও জেলার কচুয়া শিঙিমারি গ্রামের দুলাল আলিকে এক চুরি সংক্রান্ত মামলায় কচুয়া পুলিশে গ্ৰেফতার করে ৯ ফেব্রুয়ারি। এরপর আদালত জেল হাজতে পাঠায়। ইতিমধ্যে নগাঁও কারাগার কর্তৃপক্ষ সদর থানায় এই সম্পর্কে এজাহার দাখিল করেছে। পুলিশ দুলাল আলির সন্ধানে অভিযান শুরু করেছে। তবে ধরপাকড়াওয়ের কোমও খবর নেই।

