চুরাইবাড়িতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা মুতলবী মোকাম কমিটির
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : রবিবার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন অসম- ত্রিপুরা রাজ্যের সীমান্তর্তী চুরাইবাড়িতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ২০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করলো চুরাইবাড়ি মুতলবী মোকাম কমিটি। এদিন এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী পাথারকান্দির বিভিন্ন এলাকার মোট ২০ জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয় চুরাইবাড়ি শাহ মুতলবী মোকাম কমিটির পক্ষ থেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক কবি-সাহিত্যিক কার্তিক দেবনাথ ও বিশেষ অতিথি ছিলেন আছহাব উদ্দিন তালুকদার। মাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী সানজিদা বেগম, আরজিতা ফেরদৌস, বিপাশা নাথ, ফারিজা বেগম, খালিদ আখতার, আফরুজা পারভিন, সুমিকা নাথ, তানওয়ের মোহাম্মদ আসলাম, কিসমত নুরানী ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী আবু আশরাফ মোহাম্মদ আবরার, বেগম মাহফুজা আখতার, সিদিখা সুবহানি, বিশাল দাস, সুজল আহমেদ, পারবিনা বেগম, নাছিমা বেগম, সাহাদাত উসমানী চৌধুরী, মোহাম্মদ ইমদাদুল্লাহ, সুহানা বেগম ও রিজওয়ানা আখতার চৌধুরীকে উত্তরীয় সহ বিশেষ শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানান প্রধান অতিথি কার্তিক দেবনাথ ও বিশেষ অতিথি আছহাব উদ্দিন তালুকদার। কৃতী শিক্ষার্থীদের হাতে খাতা-কলম সহ কিছুটা আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় মোকাম কমিটির পক্ষ থেকে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক জামাল উদ্দিন, ব্রজেন্দ্র সিনহা, আব্দুল কাদির, নিখিল সিনহা, সমাজকর্মী শিপ্রা রানি কৈরী, মোহাম্মদ আবু তাহির, অজিত দে, বিষ্ণু চন্দ, আব্দুল রৌফ, এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ করেন মোকাম পরিচালন কমিটির পক্ষে ইয়াসিন আলি, মায়ারস আলি, জহুর উদ্দিন আয়াজ আলী, সিরাজ উদ্দিন, নাগাহরটিং পুংশক, আব্দুল হক, সাদ উদ্দিন সাদ্দাম, হোসেন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হাছিব, আবু হামিদ মোহাম্মদ উজাইর, বিমলা সিনহা, সাহিদ আহমেদ, মুস্তাফা আহমদ, আবু তাহির মসতাক প্রমুখ।