সোনাই পার্কে বৃক্ষ রোপণ পুরসভার
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : সোনাই চন্দ্রগিরি বন উদ্যানে বৃক্ষ রোপণ করল পুরসভা। মঙ্গলবার এ কর্মসূচি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন বিভাগের চিফ কন্সারভেটার অব ফরেস্ট রাজীব কুমার দাস বলেন, সরকার চাইলে সোনাই চন্দ্রগিরি বন উদ্যান পার্কটি সোনাই পুরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। বিভাগীয় ভাবে তা হস্তান্তর করা সম্ভব হবে না। তবে বন বিভাগ ও পুরসভার মধ্যে মউ স্বাক্ষরে পার্কটি চলতে কোনও অসুবিধা নেই। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম বলেন, পার্কটি যেহেতু পুরসভার অন্তর্ভুক্ত, তাই এটাকে রক্ষণাবেক্ষনে পুরসভা উদ্যোগী রয়েছে। আর এটা সম্পূর্ণ ভাবে পুরসভার কাছে হস্তান্তর হলে পার্কটির সৌন্দর্য্য বৃদ্ধি হবে। আর এতে দর্শকরাও আসবেন বলে জানান তিনি।
এছাড়া অনুষ্ঠানে বিভাগীয় দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডিএফও বিজয় পালবে। বক্তব্য রাখেন ব্যবসায়ী রামেশ্বর শর্মা, অতুল শুক্লবৈদ্য, পুর সদস্য নুর আহমেদ বড়ভূইয়া। অনুষ্ঠানে পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, বন আধিকারিক এস সিনহা, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমৃত হানসে, মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন সহ পুরসভার সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।