হাসতালের মর্গে মৃত কিশোরী ধর্ষকের শাস্তি চাইল এমএসএ‌ফ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : করিমগঞ্জ সিভিল হাসতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা মৃত‌ কি‌শোরী‌কে ধর্ষণ কা‌ণ্ডে জ‌ড়িত ব‌্যক্তির দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি‌তে করিমগঞ্জ জেলা আযুক্ত মৃদুল যাদবের কাছে স্মারকপত্র প্রদান করলো ছাত্র সংগঠন এমএসএ‌ফ। মঙ্গলবার ছাত্র সংস্থা এমএসএ‌ফের বরাক ভ‌্যা‌লি জো‌নের ইনচার্জ তথা ছাত্রনেতা বদরুল হ‌কের নেতৃ‌ত্বে এক প্রাত‌নি‌ধি দল ডি‌সির সঙ্গে দেখা ক‌রে এ কা‌ণ্ডের উপযুক্ত তদন্ত সহ জ‌ড়িত‌দের ক‌ঠোর শা‌স্তির দা‌বি‌তে এক‌টি স্মারকপত্র প্রদান করেন।প্রদত্ত স্মারকপ‌ত্রে তারা উ‌ল্লেখ ক‌রেন, মৃত‌দেহ ধর্ষণ কাণ্ডে গোটা জেলার মানুষ ল‌জ্জিত হ‌য়ে‌ছেন। জেলা অসাম‌রিক হাসপাতাল কর্তৃপ‌ক্ষের খাম‌খেয়া‌লি‌তে এমন ঘটনা ঘ‌টে‌ছে।

তাছাড়া সম‌য়ে সম‌য়ে হাসপাতালের না‌মে নানা অপবাদও র‌টে চল‌ছে। এছাড়া হাসপাতা‌লে আসা বি‌ভিন্ন রোগীরা বি‌ভিন্ন সম‌য়ে হয়রা‌নির শিকারও হ‌চ্ছেন। অ‌ভি‌যোগ গুলো খ‌তি‌য়ে দে‌খে ব‌্যবস্থা নি‌তে এমএসএফ কর্মীরা জেলা আয়ুক্তের ল হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।এ‌তে এমএসএ‌ফের প‌ক্ষে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন কাইজার হুসেন হাসিম উদ্দিন জয়নাল উদ্দিন আফতার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার করিমগঞ্জ অসাম‌রিক হাসপাতালের মর্গে রাখা এক মৃত কি‌শোরীকে ধর্ষণ ক‌রে হাসপাতা‌লের এক সাফাই কর্মীর ভাই। পাশাপা‌শি সে মৃত‌দে‌হের বি‌ভিন্ন অঙ্গ প্রত‌্যঙ্গেরও ক্ষ‌তি সাধন ক‌রে।প‌রে পু‌লি‌শি তদ‌ন্তে এ‌তে জ‌ড়িত যুবক‌টি ধরা প‌ড়ে। তার নাম অঞ্জু র‌বিদাস। বর্তমা‌নে মানুষ না‌মের এই নরাধম যুবক‌টি জেল হাজ‌তে র‌য়ে‌ছে। এমন ন‌্যাক্কারজনক কা‌ন্ডে বি‌ভিন্ন মহ‌লে তীব্র প্রতি‌ক্রিয়া দেখা দি‌য়ে‌ছে।

Author

Spread the News