অকালে প্রয়াত খুশনুদ ইসলাম মজুমদার
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : অকালে প্রয়াত হলেন কনকপুর প্রথম খণ্ডের বাসিন্দা খুশনুদ ইসলাম মজুমদার। সোমবার বিকেল বিকেল পাঁচটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৮ বছর। নুরুল ইসলাম মজুমদারের একমাত্র ছেলে খুশনুদ ইসলাম। তিনি তিনচার দিন ধরে জ্বরে ভুগছিলেন।
তিনি রেখে গেছেন স্ত্রী, দুই সন্তান সহ মা-বাবা সহ আত্মীয়স্বজন। আগামীকাল দুপুর ১-৩০ মিনিটের সময় কনকপুর দক্ষিণ পাকা মসজিদে আদায় করা হবে। তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।