দিগরখালে গাঁজা সহ মিজো যুবক আটক
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : গাঁজা সহ এক সুমো যাত্রীকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ তল্লাশি চলাকালীন দিগরখাল গেটে আটক করা হয় লাল ইংলিয়ানের (২৬) যুবককে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিগরখাল গেটে একটি টাটা সুমোতে তল্লাশি চালিয়ে তার ট্রলি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। মিজোরামের বংকঙের জাউয়া, ইডেথার গ্রামের বাসিন্দা ইংলিয়ান সুমো গাড়ি করে শিলং থেকে আইজল যাচ্ছিলেন এবং শিলং থেকে গাঁজা কিনেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। গাঁজার ওজন প্রায় ৪.২০৬ কেজি।