রাস্তা খুঁড়তেই বের হল মহিলার পচাগলা দেহ
১৩ জুলাই : উত্তর কলকাতায় রাস্তা খুঁড়তেই বের হল এক মহিলার পচাগলা দেহ। শনিবার দুপুর পৌনে চারটে নাগাদ বিধান সরণির কাশী বোস লেনের রাস্তার নীচ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। কীভাবে মৃত্যু, রাস্তার নীচে কারা মহিলার দেহ পুঁতে রেখেছেন, তা ঘিরে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। রহস্যময় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দিন কয়েক আগেই ওই এলাকায় জল সরবরাহের জন্য ট্রাম লাইনের পাশ থেকে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে কলকাতা পু্রসভার উদ্যোগে। রাস্তা খোঁড়ার মাঝেই শনিবার সকালে ওই এলাকায় দুর্গন্ধ বের হতেই স্থানীয়রা কাউন্সিলরকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বটতলা থানার পুলিশ। রাস্তার আরও খানিকটা খুঁড়তেই দেহটি উদ্ধার করা হয়।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। গায়ে আঘাতের কোনও চিহ্ন নেই। মৃতার নাম বা পরিচয় এখনও কিছু জানা যায়নি। দেহটি বেশি পুরনোও নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে। খবর : আজকাল ডট ইন।