করিমগঞ্জে কমলাক্ষের কুশপুতুল দাহ কর্মসূচি ভেস্তে দিলেন অনুগামীরা

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : কমলাক্ষকে নিয়ে রাজ্যে কংগ্রেস মহলে সমালোচনার ঝড় বইছে। আর সেসময় করিমগঞ্জ কংগ্রেসের একটি অংশ অর্থাৎ অনুগামীরা তাঁর সঙ্গে রয়েছেন। এমনটাই দেখা গেল শনিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে। এ দিন পরিকল্পতভাবেই কমলাক্ষের কুশপুতুল দাহ কর্মসূচি আটকে দিলেন কমলাক্ষপন্থী কংগ্রেসিরা। প্রতিবাদী সভাস্থল একসময় রণক্ষেত্রের রূপ নেয়।

এ দিন করিমগঞ্জ ইন্দিরা ভবনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের  বিরুদ্ধে প্রতিবাদী সভা আহ্বান করা হয়। একইসঙ্গে দলের সঙ্গে প্রতারণার জন্য কমলাক্ষের কুশপুতুল দাহ করার পরিকল্পনাও গৃহীত হয়। প্রতিবাদী সভায় জেলা কংগ্রেসের সব শাখা সংগঠনকে উপস্থিত থাকতে আগেই বলা হয় জেলা সভাপতির তরফে। কিন্তু  মহিলা কংগ্রেস সভানেত্রী সহ এনএসইউআই সহ শাখা সংগঠনের কর্মীদের অনুপস্থিতি চোখে পড়ে। বিধায়ক বিরোধী সভা বা সমাবেশে যে অনেকেই আসতে চাননি এটা তারই একটা বিষয় বলে মন্তব্য করেছেন অনেকেই। বিধায়কের সঙ্গে গুয়াহাটিতে রয়েছেন অনেক কংগ্রেসিরা। এদিনের বিক্ষোভ সমাবেশ কার্যত ততটা সফল হয়নি বলে অনেকে মন্তব্য করেছেন। অন‍্যদিকে, বিধায়ক কমলাক্ষের কুশপুতুল দাহ করার জন্য সব ব‍্যবস্থা পাকা ছিল। কুশপুতুল দাহ কার্যসূচি রুখতে বিশেষ ভূমিকা নেন জেলা কংগ্রেসের কোষাধ‍্যক্ষ আশিস দাস পুরকায়স্থ। কুশপুতুল দাহ করতে দেননি সৌমশঙ্কর বিশ্বাস, শুভ্রকান্তি দাস পুরকায়স্থরা। ফলে তৈরি থাকা কুশপুতুল ইন্দিরা ভবনে অক্ষত থেকে যায়।

Author

Spread the News