বেসরকারি হাসপাতালে হানা আয়কর কর্মকর্তাদের
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : গুয়াহাটির হাসপাতালে হানা দিল আয়কর দফতর। গুয়াহাটির বড়বাড়ির ‘প্রতিক্ষা’ হাসপাতালে হানা দেয় আয়কর দফতর।হাসপাতালের বিরুদ্ধে গ্রাহকের টাকা লুট করার অভিযোগ রয়েছে।
আয়কর বিভাগ হাসপাতালের ফার্মেসি, ল্যাবরেটরি, ক্যাশ কাউন্টার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পরীক্ষা করে। এ ছাড়াও মালিক প্রমোদ শর্মার বাড়িতেও হানা দিয়েছেন আয়কর বিভাগের কর্মকর্তারা।