শিলচর শিবসুন্দরী নারীশিক্ষা আশ্রমের অত্যাধুনিক উপভবনের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারীশিক্ষা আশ্রমের ৯৪তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন ভার্চুয়াল ভাবে ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার, পর্যটন ও সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী জি কিষান রেড্ডি ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীন পাওয়ার। এরপর আমন্ত্রিত অতিথিরা ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন করে ৯৪তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন।

শিলচর শিবসুন্দরী নারীশিক্ষা আশ্রমের অত্যাধুনিক উপভবনের উদ্বোধন

এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় বলেন, দীর্ঘ ৯৪ বছর ধরে শিব সুন্দরী নারীশিক্ষা আশ্রম মহিলা ও শিশুদের সেবায় শিলচরের বুকে সুনামের সঙ্গে কাজ করে গেছে।৯৪তম প্রতিষ্ঠা দিবসে হাসপাতালের গুণগত মানদণ্ড নিয়ে আলোচনা করার পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাঁচতলা উপভবনের উদ্বোধন হওয়ায় এদিন খুশী ব্যক্ত করেছেন তিনি। এই অত্যাধুনিক ভবনে নতুন প্রযুক্তির পাশাপাশি ১০০ শয্যা বিশিষ্ট কেবিন মা ও শিশুর যত্নে মডার্ন টেকনোলজিতে গড়ে তোলা হবে। হাসপাতালে আইসিইউ, নিকোপিকো, জনারেল ওয়ার্ড, পেইন কেবিন সবধরনের রক্ত পরীক্ষা, এক্সরে, নোগ্রাফি, চিকিৎসকদের জন্য ওপিডি ও প্রতিক্ষালয় সহ ভবনের নীচে রয়েছে পার্কিং এরও সুবিধা। অত্যাধুনিকভাবে গড়ে উঠা ভবনের অন্যান্য বিভিন্ন বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সময়ের সঙ্গে সঙ্গে আগামীতেও হাসপাতালের আধুনিকতা ও অন্যান্য প্রযুক্তি জনজনের সেবায় নিয়োজিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন সংসদ রাজদীপ রায়। ঐতিহ্যবাহী এই হাসপাতালের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য ও হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News