কদমতলা, কালাছড়া ও যুবরাজ নগর ব্লকে শাসক- বিরোধী দলের মনোনয়নপত্র দাখিল

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : মিছিল করে প্রার্থীরা ত্রিস্তরীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেন। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা, কালাছড়া ও যুবরাজ নগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদিন সকাল দশটা থেকে কদমতলা ব্লক এলাকার ১৫টি সমিতি আসনের প্রার্থী এবং ১৯টি গ্রাম পঞ্চায়েতের ২৩৫ জন প্রার্থী কর্মী সমর্থক নিয়ে সুবিশাল মিছিল করে‌ গোটা ব্লকের রাস্তা কাঁপিয়ে ব্লক অফিসে এসে মিলিত হন। তারপর ব্লক আধিকারিক তথা রিটার্নিং অফিসারের হাতে বিজেপি দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলে দেন।

এদিকে, কদমতলা পঞ্চায়েত সমিতির ৮ নং আসনের প্রার্থী হাসিম তালুকদার ভিন্ন মেজাজে সুবিশাল রেলীর মধ্য দিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর সঙ্গে যুবা থেকে বৃদ্ধ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপরদিকে এদিন কালাছড়া ব্লকের ১৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৮টি গ্রাম পঞ্চায়েতের ২০৮টি আসনের বিজেপি প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

কদমতলা, কালাছড়া ও যুবরাজ নগর ব্লকে শাসক- বিরোধী দলের মনোনয়নপত্র দাখিল

এদিন যুবরাজ নগর ব্লকের ১৩টি এবং ২০টি গ্রাম পঞ্চায়েতের ২১৮টি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র দাখিল করেন। পাশপাশি এদিন কংগ্রেস ও সিপিএম দলের পক্ষ থেকে জেলা পরিষদ আসনে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের হাতে মনোনয়নপত্র দাখিল করেন। 

কদমতলা, কালাছড়া ও যুবরাজ নগর ব্লকে শাসক- বিরোধী দলের মনোনয়নপত্র দাখিল

এদিন কদমতলা, কালাছড়া ও যুবরাজ নগর ব্লকে বেশ কিছু বিক্ষুব্ধ বিজেপি দলের কর্মী সমর্থক নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করার খবর পাওয়া গেছে।

Author

Spread the News