ছাত্রদের মারপিটে রণক্ষেত্র পিসি বড়জলেঙ্গা, আহত ৩
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ছাত্রদের মারপিটকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠে পিসি বড়জলেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল। ব্রেঞ্চে বসা নিয়ে দু’পক্ষের তুমুল মারপিট হল। শেষ পর্যন্ত পূর্ত সড়ক অবরোধ পর্যন্ত এসে দাঁড়ায়। পরিস্থিতি সামাল দিতে কাছাড়ের এএসপি, ডিএসপি, ধলাইর সিআই, এডিসি ও স্থানীয় পুলিশ বাহিনীকে উপস্থিত হয়।
জানা যায়, সন্দীপ রাজবার নামের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে সিটে বসা নিয়ে একই ক্লাসের নৌতান সিনহার বিবাদ শুরু হয়, দুজনের মধ্যেই এনিয়ে হাতাহাতি পর্যন্ত হয়। নৌতান সিনহা ছুটির পর সন্দীপকে দেখে নেওয়ারও হুমকি দেন। দুপুর বারোটা নাগাদ স্কুল ছুটি হওয়ার পর নৌতান সিনহা তার সহপাঠীদের নিয়ে বাইরে একটি কালভার্টের উপর অপেক্ষারত ছিলেন। তাদের এই দলবদ্ধ ভাবে বসে থাকতে দেখে সন্দীপ বিষয়টি অধ্যক্ষকে জানান। কিন্তু অধ্যক্ষ বিষয়টি খুব গুরুত্ব সহকারে না দেখে স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে বিষয়টি মীমাংসার জন্য বলেন।
এদিকে, সন্দীপ স্কুল থেকে বেরিয়ে আসতেই তার উপর চড়াও হন বাইরে অপেক্ষারত পড়ুয়ারা। এতে জখম হন ওয়েস্ট জলেঙ্গা বাগানের তিন ছাত্র যথাক্রমে সন্দীপ, বিনু তাঁতী ও সুরজ তাঁতি। অন্যদিকে ঘটনাটি চাউর হতেই ওয়েস্ট জলেঙ্গা বাগান থেকে প্রায় দুই শতাধিক মানুষ এসে ঘটনা র জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদে নামেন। শুরু হয় ইট পাটকেল ছুড়াছুড়ি।
ঘটনাস্থল থেকে পুলিশ কোনভাবে নৌতান সিনহা সহ অন্যান্য দের তুলে থানায় নিয়ে আসে। অন্য পক্ষের ছাত্ররা কিছু সময়ের জন্য শিলচর ধোয়ারবন্দ পূর্ত সড়ক অবরোধ করেন। পরে এডিসি পৌঁছেন। আহত তিন পড়ুয়া দের এর আগে চিকিৎসা র জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় ধোয়ারবন্দ থানায় এসে জালেঙ্গা বাগানের পড়ুয়ারা নৌতান সিনহা সহ মোট সাত জনের নামে মামলা দায়ের করেন।