সোনাবাড়িঘাট ফেরিঘাট বাজারে পার্কিং করা গাড়িতে হামলা

সোনাবাড়িঘাট ফেরিঘাট বাজারে পার্কিং করা গাড়িতে হামলা

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : পার্কিং করা গাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। হামলায় পার্কিং করা  ওয়াগনার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সোনাবাড়িঘাট ফেরিঘাট বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে গাড়ির মালিক তথা দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা বিলাল আহমদ জানান, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ফেরিঘাট বাজারে জাতীয় সড়কের পাশে গাড়ি রেখে বাগপুর গিয়েছিলেন তিনি। ফিরতে দেরি হবে ভেবে গাড়ি রাখার সময় বাজারের রাত প্রহরী মকবুল আলি মজুমদারকে (পেটলা) জানিয়ে যান তিনি। রাত বারোটা নাগাদ ফিরে এসে দেখতে পান গাড়ির সামনের গ্লাস ভেঙে রয়েছে। হাতুড়ি দিয়ে গ্লাসের দুটি জায়গায় আঘাত করা হয়েছে তার স্পষ্ট চিহ্ন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এরপর রাত প্রহরী মকবুলকে ডেকে কিভাবে ঘটলো তা জানতে চাইলে মকবুল জানায় সে হয়তো অন্যদিকে পাহারায় থাকাকালীন হয়তো কোন গাড়ির চাকার ঘর্ষণে পাথর ছিটকে পড়ে এ ঘটনা ঘটেছে মনে করেন।  কিন্তু বিলাল আহমেদ রাত প্রহরীর কথা মানতে নারাজ। কেননা গাড়িতে হাতুড়ির আঘাত স্পষ্ট রয়েছে। বিষয়টি বাজার কমিটিরও নজরে এনেছেন বলে জানান বিলাল। আরও বলেন, তার গাড়ির উল্টো পাশে আরও একটি গাড়ি রয়েছে সে গাড়ি কিন্তু অক্ষত ছিল। উদ্দেশ্যপ্রণিতভাবে দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন এ ঘটনার তদন্ত চেয়ে আইনের আশ্রয় নেবেন।

সোনাবাড়িঘাট ফেরিঘাট বাজারে পার্কিং করা গাড়িতে হামলা

Author

Spread the News