গোঁসাইপুর-দুর্গানগর জিপিতে অগপ-র বুথ সম্মেলন অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অসম গণ পরিষদের উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোঁসাইপুর-দুর্গানগর জিপির ৮ নম্বর গ্রুপের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়।শনিবার আয়োজিত সম্মেলনে দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মণিতন সিংহ বক্তব্য রাখেন। বুথ কমিটির সভাপতি এম কৃষ্ণমোহন সিংহের সভাপতিত্বে তিনি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে অগপ দলের প্রত্যেকটি সংগঠনের কাজ-কর্মের বিষয়ে বিশদ আলোচনার মধ্য দিয়ে সাংগঠনিক শক্তিকে মজবুত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে অগপ বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় ভালো আসন দখল করবে এবং দলের পুরোনো ঐতিহ্য ঘুরে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

গোঁসাইপুর-দুর্গানগর জিপিতে অগপ-র বুথ সম্মেলন অনুষ্ঠিত

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন দলের উধারবন্দ কেন্দ্রের পর্যবেক্ষক ফখরুল ইসলাম বড়ভূইয়া, সম্পাদক নেপাল সিংহ, অমিত এন্দো, যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব, উপ সভাপতি অমলচন্দ্র পাল, কাজী রিহাজুল, আবিদ রাজা লস্কর, ইবুঙ্গোবি সিংহ, অমলা সিংহ, আজমির হুসেন, ছাত্র পরিষদের জেলা সম্পাদক সন্তোষ সিংহ প্রমুখ।

গোঁসাইপুর-দুর্গানগর জিপিতে অগপ-র বুথ সম্মেলন অনুষ্ঠিত
গোঁসাইপুর-দুর্গানগর জিপিতে অগপ-র বুথ সম্মেলন অনুষ্ঠিত

Author

Spread the News