কানাইবাজার-আছিমগঞ্জ সমবায়ে জমি হস্তান্তর, কৃষ্ণেন্দুর প্রতি কৃতজ্ঞতা 

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : দীর্ঘদিনের যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের তৎপরতায় সরকারি ভাবে পাথারকান্দির কানাইবাজার- আছিমগঞ্জ সমবায় সমিতিকে ৭৫ বিঘা ভূমি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে গত ২৭ অক্টোবর পাথারকান্দি অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিস কর্তৃক আমিন আব্দুর রৌফ উল্লেখিত সিলিং খাস জমির সরকারি নথিপত্র সমঝে দেন সমবায় সমিতির সচিব সুশান্ত সিনহা  ও চেয়ারম্যান খয়রুলের হাতে। সোমবার সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক সাংবা‌দিক স‌ম্মেলনে সমবায় কর্তৃপক্ষ জমি গ্রহণের কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একসময় তারা বিধায়কের এধরনের উদ্দেগের ভূয়সী প্রশংসা করে এটাকে বিধায়কের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে জোর গলায় দাবি করেন। বলেন, বর্তমানে উক্ত সমবায় সমিতির জন্য বরাদ্দকৃত এই ভূমিতে আগামীদিনে বৃহৎ প্রকল্প গড়ে উঠার পাশাপাশি বৃহত্তর এলাকার অসংখ্য যুবক-যুবতীর কর্মসংস্থানের পথ সুগম হবে।

এ দিন সাংবাদিক সম্মেলনে সমবায় সমিতির সচিব সুশান্ত সিনহা ও চেয়ারম্যান খয়রুল হক বলেন, এখন উল্লেখিত জমি লাভের ফলে সমবায় সমিতির অর্থনৈতিক ভীত অনেকটা মজবুত হবে এবং এ থেকে অনেক লাভবান হবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে এই সমবায় সমিতির অধীনে বৃহৎ আকারের প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁদের। এই ভূমি লাভের জন্য স্থানীয় বিধায়কের  ব্যাপক তৎপরতা যাতে আগামীদিনে বাস্তবে রূপায়িত করা যায় এই সংকল্প নেন সমবায় কর্তৃপক্ষ। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিলোয়ার হোসেন, আছিমগঞ্জ জিপি সভাপতি সাদ উদ্দিন, কানাইবাজার জিপি সভাপতির প্রতিনিধি মুর্তজা হোসেন সহ সমবায় সমিতির সদস্যরা।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News