বর্ষবরণের রাতে ফের উত্তপ্ত মণিপুর, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু চারজনের

২ জানুয়ারি : বর্ষবরণের রাতে নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। থৌবাল জেলার লিলং এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল অন্তত চারজনের। আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুরে নতুন করে কার্ফিউ জারি করা হয়েছে।

জানা গেছে, সোমবার নতুন বছরের শুরুর দিন থাওবাল শহর থেকে দশ কিমি পূর্বে লিলং চিংজাও বাজারে একদল দুষ্কৃতী গাড়ি করে এসে বাজারে জমায়েত মানুষদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। প্রায় ২০ জন আহত হয়েছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

বর্ষবরণের রাতে ফের উত্তপ্ত মণিপুর, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু চারজনের

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “একদল লোক গাড়ি নিয়ে বাজারে আসে। তাদের সকলের হাতেই বন্দুক ছিল। এসেই তারা একজনের সাথে কথা বলতে শুরু করেন, তারা আগে থেকেই তাকে চেনেন মনে হচ্ছিল। বন্দুকধারীদের সঙ্গে ওই লোকটির কথা কাটাকাটি শুরু হয়। এরপর আচমকাই বাজারে থাকা সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা।“

সূত্রের খবর, বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন মণিপুর পুলিশ ও অসম রাইফেলস জওয়ানরা। নিরাপত্তার জন্য স্থানীয় বাসিন্দাদের কার্ফিউ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। যদিও কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। ছবি ফেসবুক থেকে নেওয়া।

Author

Spread the News