বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ২৩
৩ আগস্ট : মেঘভাঙা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। জোরকদমে চলছে উদ্ধারকাজ। দুই রাজ্যের প্রশাসনই উদ্ধারকাজ শুরু করেছে। আগামী কয়েকদিন হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার মেঘভাঙা বৃষ্টির জেরে ধসের কারণে হিমাচলপ্রদেশের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ড্রোনের সাহায্যে দুর্গতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৪৫ জন। অন্যদিকে, কেদারনাথে বৃষ্টি বিধ্বস্ত রাস্তায় আটকে পড়া প্রায় ৮০০ জন তীর্থযাত্রীকে সরিয়ে নিতে ভারতীয় বিমান বাহিনীর চিনুক ও এমআই ১৭ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে এদিন তীর্থযাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে।
হিমাচলপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। মেঘভাঙা বৃষ্টির জেরে ভেসে গিয়েছে কুল্লুর, মান্ডির পাধার ও সিমলা রামপুরের নির্মন্দ, সইঞ্জ, মালানা। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আগামী ৩ মাস সংসার চালানোর জন্য গ্যাস, খাবার, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। আবহাওয়ার দপ্তরের তরফে সিমলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
অন্যদিকে, উত্তরাখণ্ডের কেদারনাথ, তেহরি, চামোলি, দেরাদুন, হরিদ্বার জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কেদারনাথ রুট থেকে ৭,২৩৮ তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে।