উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক হিংসায় মৃত্যু চারজনের

৯ ফেব্রুয়ারি : সাম্প্রদায়িক হিংসায় উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন ২৫০ জনেরও বেশী।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হালদয়ানির ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ ও সরকারি আধিকারিকরা। মসজিদ ভাঙা শুরু হতেই পুলিশের দিকে পাথর ছোড়া শুরু করে উন্মত্ত জনতা। পালটা কাঁদানে গ্যাস ছোড়া হয়। সংঘর্ষে গুরুতর জখম হন ৫০ জন পুলিশকর্মী।

ঘটনার সূত্রপাত, হলদওয়ানির পুর কর্পোরেশনের আধিকারিকরা এদিন বনভুলপুরা থানার কাছে একটি বেআইনিভাবে তৈরি হওয়া মাদ্রাসা ভেঙে ফেলার কাজ করছিলেন। উপস্থিত ছিল স্থানীয় প্রশানের সদস্য ও পুলিশ কর্মীরা। বেআইনি মাদ্রাসা ধ্বংসের সময় থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। শেষ পর্যন্ত স্থানীয় এক পক্ষ সরকারি আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেয যার ফলে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছে। এই এলাকায় পুলিশের গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া উত্তেজিত জনতা। একটি ট্রান্সফরমারেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যার কারণে বিপর্যন্ত বিদ্যুত্‍ পরিষেবা।

উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক হিংসায় মৃত্যু চারজনের

Author

Spread the News