আত্মসমর্পণের ঘোষণা প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের
২২ আগস্ট : সামাজিক মাধ্যমে নিজে থেকে আত্মসমর্পণের ঘোষণা দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট।
এর আগে গত ১৪ আগস্ট জর্জিয়ার ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ আনেন এবং তাকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন ট্রাম্প। আগামী ২৪ আগস্ট তিনি আত্মসমর্পণ করবেন বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। স্থানীয় সময় সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেছেন, “আমি গ্রেফতার হতে আগামী বৃহস্পতিবার আটলান্টায় যাচ্ছি।” সূত্র রিডমিক নিউজ।