ভিক্ষা দিলে পুলিশে মামলা, কড়া পদক্ষেপ ইন্দোরে

১৭ ডিসেম্বর : ভিক্ষা দিলে পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পড়তে হবে আপনাকে। না, কোনও আজগুবি খবর নয়। এমনটাই হতে চলেছে বিজেপি শাসিত মধ্যেপ্রদেশের ইন্দোরে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ইন্দোরে ভিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও ব্যাক্তি যদি ভিখারিকে ভিক্ষা দেন তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

মধ্যপ্রদেশের মিনি মুম্বই হিসাবে পরিচিত ইন্দোর। আর শহরকে ভিখারি-মুক্ত করতে কোমর কষে ঝাঁপিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই ইন্দোর শহরকে ভিখারি মুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। ভিখারিদেরও রাস্তার ফুটপাত, ধর্মীয় স্থান ও বাসে ভিক্ষা না করার জন্য সতর্ক করা হয়েছে। যদিও সেই সতর্ক বার্তা উপেক্ষা করে অনেক ভিখারিই ভিক্ষা পেশা চালিয়ে যাচ্ছেন। আর তাতেই চটেছেন জেলাশাসক আশিস সিংহ। পুলিশকে তিনি ভিখারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পরেই ভিখারি হঠাও অভিযানে নেমেছে পুলিশ। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকশো ভিখারিকে আটক করেছে। এক মহিলা ভিক্ষুকের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

আচমকাই ভিখারি-মুক্ত করতে কেন ভিক্ষা দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর করার মতো কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাওয়া হলে ইন্দোরের জেলাশাসক আশিস সিংহ বলেন, ‘ভিখারি সাজিয়ে একটি চক্র অসাধু ব্যবসা চালাচ্ছে। সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই ভিক্ষুক চক্র চালানোর জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ভিখারিকে গ্রেফতারের পরে ছেড়ে দেওয়া হলে তারা ফের নিজেদের পুরনো পেশাতেই ফিরে গিয়েছেন। সাধারণ মানুষ যদি ভিক্ষা না দেন, তাহলে ভিক্ষুকদের ভিক্ষা বৃত্তি ছেড়ে অন্য কোনও পেশায় যেতে হবে। তাই ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক ব্যবসা বন্ধে ভিক্ষা দাতার বিরুদ্ধে এফআইআরের ব্যবসা বন্ধে ভিক্ষা দাতার বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভিক্ষা দিলে পুলিশে মামলা, কড়া পদক্ষেপ ইন্দোরে

Author

Spread the News