লক্ষীপুরে প্রেস ক্লাবের স্থায়ী ভবন নির্মাণে অর্থ বরাদ্দের আশ্বাস কৌশিকের
কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : পূর্ব কাছাড় প্রেস ক্লাব লক্ষীপুরের স্থায়ী ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার তিনি লক্ষীপুর প্রেস ক্লাবের কর্মকর্তাদের বলেন আগামী ফেব্রুয়ারি মাসে তিনি প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করবেন। এদিন সকালে লক্ষীপুর প্রেস ক্লাবের সভাপতি কবীর আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক পুলককুমার দাস, উপ সভাপতি চন্দ্রনারায়ন সিং, কোষাধ্যক্ষ অসীম রায়, অমর দাস, সাহাদাত আলি বড়ভূইয়া, চন্দ্রশেখর গোয়ালা, দীপিকা মল্লিক সম্মিলিতভাবে মন্ত্রীর বাড়িতে গিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক করেন।
মন্ত্রীকে সম্মান প্রদর্শন সহ প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য লিখিত আবেদন জানানো হয়। মন্ত্রী কৌশিক রায় বলেন, ফেব্রুয়ারি মাসে প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করবেন। উল্লেখ্য গত বছর পূর্ব কাছাড় প্রেস ক্লাবের নিজস্ব জমি পয়লাপুলে ব্যবস্থা করে দেন লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়। প্রেস ক্লাবের নিজস্ব ভূমির ব্যবস্থা এবং ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করায় মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পূর্ব কাছাড় প্রেস ক্লাবের প্রতি প্রত্যেক সদস্য সদস্যা।