শিলচরে রন্ধন কর্মীদের বিক্ষোভ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সিআইটিইউর নেতৃত্বে জেলার রন্ধন কর্মীরা বিক্ষোভ দেখালেন। মঙ্গলবার স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে এক বিশাল মিছিল করে রন্ধন কর্মীরা বিইইও কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রন্ধন কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, কর্মীদের ১০ হাজার টাকা সহ প্রতিমাসে নিয়মিত বেতন প্রদান করা, রন্ধন কর্মীদের বকেয়া পারিতোষিক শীঘ্র প্রদান করা, বিদ্যালয় একত্রিকরণের নামে রন্ধন কর্মীদের কাজ বিলুপ্ত করা থেকে বিরত থাকা, মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারি করণের সিদ্ধান্ত প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন কর্মীরা। অতিসত্বর তাঁদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সিটু অনুমোদিত সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউিয়নের পক্ষ থেকে এক স্মারকলিপি শিক্ষাধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়। বিক্ষোভরত রন্ধন কর্মীদের সামনে বক্তব্য রাখেন সিটু সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সুরিজিৎ ঘোষ, সুভাষ দেব, বিমল দাস, মান্না দাস, শীলা মণ্ডল প্রমুখ।