বদরপুরে মাদক সহ গ্রেফতার চার
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ফের বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পাঁচগ্ৰাম পুলিশ। আটক করা হয় চার পাচারকারী সহ একটি অটো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেলে পাঁচগ্ৰাম পুলিশ বরাক ভ্যালি সিমেন্ট সংলগ্ন এলাকায় অভিযানে এই সাফল্য পায়।
হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশসুপার সমির দত্ত বরুয়া, পাঁচগ্ৰাম থানার ওসি গিরিমছা বাসুমাতারি, আলগাপুর থানার ওসি দলবল নিয়ে পৌঁছেন বদরপুর ঘাট এলাকায়। কাটিগড়ার দিক থেকে আসা একটি অটোতে করে চার যুবক বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে পাঁচগ্ৰাম পুলিশের জালে পড়ে যায়। পুলিশ তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদকের প্যাকেট। পুলিশ চার পাচারকারী সহ ৬৩ গ্ৰাম হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সঙ্গে তাদের অটো গাড়িটি আটক করে পাঁচগ্ৰাম থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হল আলম উদ্দিন বড়ভূইয়া (৪০), রুহুল আলম (২২), সঞ্জয় দাস (৪০) ও কবির হোসেন (২৫)। চার ব্যক্তি গ্রেফতার করে পাঁচগ্ৰাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।