দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ ভাবে তৈরি ঘর গুঁড়িয়ে দিল বন বিভাগ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : পাথারকান্দির দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতর অবৈধ ভাবে নির্মিত একটি বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিল বন বিভাগ। বুধবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের অফিসার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ, সলগই বিট অফিসার মাকসুদ আহমেদ, বনকর্মী দিলোয়ার হোসেন সহ প্রটেকশন টিমের কর্মীরা অকুস্থলে পৌছে সদ্য নির্মিত ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন। তবে এতে কোন ধরপাকড়ের খবর নেই। বনাঞ্চলের ভেতরে আরও কয়টি অবৈধ ঘর নির্মানের খবর পাওয়া গেছে। তাছাড়া বনাঞ্চল থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে মুল্যবান গাছ গাছালি।পাশাপাশি চলছে নতুন করে বনাঞ্চল বেদখল করে পান শুপারি রবার বাগান স্থাপন সহ ফিশারি নির্মাণের কাজও।
জানা যায়, বনাঞ্চলে বহিরাগত এক ব্যক্তি বেশ কিছু বনভুমি বেদখল করে তাতে পান জুম স্থাপন সহ একটি বসত ঘর তৈরী করে বসবাস করতে শুরু করে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে পড়েন বন বিভাগের কর্মীরা।