৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী

৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী

৫ অক্টোবর : ৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০১৫ সালের ডিসেম্বরে শেষবার পাকিস্তানে গিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন জয়শঙ্কর। শুক্রবার বিষয়টি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

২০১৫ সালের ডিসেম্বরে ইসলামাবাদ গিয়েছিলেন সুষমা। সেখানে তিনি যোগ দিয়েছিলেন আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে। এবার এসসিও-র কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান। সম্মেলন হবে ১৫ ও ১৬ অক্টোবর। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “পাকিস্তানে এসসিও সম্মেলনে আমাদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী।”

৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী

Author

Spread the News