জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেণ মজুমদারকে বিদায়ী সংবর্ধনা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শিলচরের এক অভিজাত্য হোটেলের কনফারেন্স হলে সদ্য অবসর গ্ৰহন করা কাছাড় জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেণ মজুমদারকে বিদায়ী সংবর্ধনা ও বর্তমান সিনিয়র ইন্সপেক্টর ইলিয়াস মণ্ডলকে স্বাগত জানালো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এসকে ফার্মার কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেন মজুমদার বক্তব্যে কাছাড় জেলার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরে বলেন, জীবনদায়ী ওষুধের ব্যবসার ক্ষেত্রে শিলচরের ঔষধ ব্যবসায়ীরা সক্রিয়ভাবে ব্যবসার সঙ্গে সামাজিক কাজ করেছেন, বিশেষভাবে এসকে ফার্মার কর্তৃপক্ষেরা বিশেষভাবে সামাজিক কাজ করতে দেখা যায়।

তিনি আরও বলেন, ১৯৯৪ সালে চাকরিতে যুক্ত হয়েছিলেন এবং কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমাহাসাও সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর হিসেবে সুনামের সঙ্গে চাকরি করেছেন ও বিশেষভাবে কাছাড় জেলায় যেমন ওষুধ ব্যবসায়ীদের কাছ সহযোগীতা পেয়েছেন, তেমনি জনগনের বিশেষভাবে আন্তরিকতাও পেয়েছেন, তিনি গর্বিত কাছাড় জেলায় চাকরি করতে পেরে।উনার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যেমন তিনি আবেগিক হতে দেখা যায়, তেমনি উপস্থিত ওষুধ ব্যবসায়ীদেরকেও আবেগিত হতে দেখা যায়।

জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেণ মজুমদারকে বিদায়ী সংবর্ধনা

এদিন সভাটি পরিচালনায় ছিলেন শান্তনু ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার সজল আচার্য, কাছাড় জেলা কংগ্রেসের জন চৌধুরী, আইনজীবী সুপর্ণা মজুমদার সহ আরো অন্যান্যরা।

জেলার সিনিয়র ড্রাগ ইন্সপেক্টর সুষেণ মজুমদারকে বিদায়ী সংবর্ধনা

Author

Spread the News